মোঃ তাওহিদুল ইসলাম ফয়সাল
আগামী ২২ তারিখ বুধবার বিকেল ৪ টায়- কুমিল্লা টাউন হলের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সোমবার সন্ধায় যুব ইউনিয়ন অফিসে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন -সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক ড. শাহ মোঃ সেলিম, পরিচালনা করেন – সচেতন রাজনৈতিক ফোরাম সমন্বয়ক শেখ আবদুল মান্নান বক্তব্য রাখেন -মো: আবদুর রাজ্জাক প্রধান সমন্বয়ক বাসদ কুমিল্লা জেলা, এড মাহবুবুর রহমান সভাপতি উষসী পরিষদ কুমিল্লা, মো: আবুল কাসেম সভাপতি সংস্কৃতিক ফোরাম,মো: আলী কিসমত- সভাপতি কুমিল্লা বিমানবন্দর ও বাস্তবায়ন কমিটি, জসীম উদ্দিন আহমেদ -সাংস্কৃতিক সংগঠক,বীর মুক্তি যোদ্ধা মো: ফরিদ উদ্দিন, আবু বকর সিদ্দিক ভূইয়া -সিনিয়র উপদেষ্টা কুমিল্লা বিমানবন্দর ও বাস্তবায়ন কমিটি,অধ্যাপক মো: রুহুল আমীন মজুমদার ,খন্দকার হুমায়ুন কবির, খায়রুল আনাম রায়হান -সাংস্কৃতিক সংগঠক, মো: আজাদ সরকার লিটন -সভাপতি নওয়াব ফয়জুন্নেছা ফাউন্ডেশন, সাবেক ছাত্র নেতা বোরহান উদ্দিন ভূইয়া, যুব ইউনিয়ন এর সাধারণ সম্পাদক জোনায়েদ রায়হান, এড. রাসেল রাফি, সৈয়দ সোহেল, ফখরুল ইসলাম, মো: সোহেল প্রমূখ।