January 22, 2025, 11:07 pm
শিরোনাম :
দেবিদ্বারে জামায়াতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লায় সচেতন রাজনৈতিক ফোরাম এর উদ্যেগে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান দৈনিক আমার দেশ সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দাউদকান্দিতে কর্মরত বিভিন্ন পত্রিকা, টেলিভিশন ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা দেবিদ্বারে (অবঃ) সেনা কর্মকর্তার বিরুদ্ধে জমির মাটি কাটার অভিযোগে মানব বন্ধন খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন বালির মাঠে এক মাসব্যাপী আনন্দ মেলার অনুমোদন পেলেন নাহিদা আক্তার লাকী কুমিল্লার নামে বিভাগ, ঢাকা-কুমিল্লা সরাসরি রেলপথ ও বিমান বন্দর পুনরায় চালুর দাবিতে সচেতন রাজনৈতিক ফোরামের মানববন্ধনের ডাক কুমিল্লায় বি এস টি আই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে অনুমোদনহীন খাদ্যপণ্য ও প্রসাধনী বিক্রির দায়ে জরিমানা কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান সামান্য বালুর জন্য শিশুকে ডোবার পানিতে ফেলে দিলেন শিক্ষক, ভিডিও ভাইরাল মৃধাবাড়ি ও শনির আখড়া রোডের বেহাল দশা

কুমিল্লায় বি এস টি আই ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে অনুমোদনহীন খাদ্যপণ্য ও প্রসাধনী বিক্রির দায়ে জরিমানা

তাওহিদুল ইসলাম ফয়সাল |
  • প্রকাশের সময় : সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
  • 7 বার দেখা হয়েছে

 

তাওহিদুল ইসলাম (ফয়সাল) 

২০ জানুয়ারী (সোমবার) বিএসটিআই, কুমিল্লা ও জেলা প্রশাসন- কুমিল্লা এর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে- কুমিল্লার Top Ten Mart Ltd কে বিএসটিআই অনুমোদনহীন প্রসাধনী বিক্রির জন্য ২৫,০০০/- জরিমানা এবং Home Stop কে বিএসটিআই অনুমোদনহীন খাদ্যপণ্য ও প্রসাধনী বিক্রয়ের অপরাধে ২৫,০০০/- টাকা জরিমানা।

বি এস টি আই এর রাত দিয়ে জানা যায়- মেসার্স হোম স্টপ, নজরুল এভিনিউ রানিরবাজার, আদর্শ সদর, কুমিল্লা; বিএসটিআই হতে লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যাতীত বিভিন্ন আমদানিকৃত খাদ্য পণ্য বিক্রয় ও বিতরণ করার অপরাধে “বিএসটিআই আইন-২০১৮” অনুযায়ী ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা) এবং মেসার্স টপ টেন মার্ট লিমিটেড,কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লাকে বিএসটিআই হতে পণ্যের মান যাচাই পূর্বক গুনগত মান সনদ/ছাড়পত্র গ্রহণ ব্যতীত শ্যাম্পু, ফেস ওয়াশ ইত্যাদি পণ্য বিক্রয়-বিতরন করার অপরাধে “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮” এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করা হলে, ২৫,০০০/-টাকা অর্থদণ্ড প্রদান করা হয় । অর্থদণ্ড করা হয়।

এ-সময় ভ্রাম্যমাণ আদালত জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহীন আক্তার শিফা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার(সিএম) এবং সার্বিক সহযোগিতা করেন উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান জনাব কে. এম হানিফ এবং জনাব আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি)।

এক প্রশ্নের জবাবে বি এস টি আই এর উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান জনাব কে. এম হানিফ বলেন,
জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।

সংবাদ টি ভাল লাগলে সোস্যাইল মিডিয়ায় শেয়ার করুণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ দেখুন
© All rights reserved © 2024 Comillar-alo
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102