তাওহিদুল ইসলাম (ফয়সাল)
২০ জানুয়ারী (সোমবার) বিএসটিআই, কুমিল্লা ও জেলা প্রশাসন- কুমিল্লা এর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে- কুমিল্লার Top Ten Mart Ltd কে বিএসটিআই অনুমোদনহীন প্রসাধনী বিক্রির জন্য ২৫,০০০/- জরিমানা এবং Home Stop কে বিএসটিআই অনুমোদনহীন খাদ্যপণ্য ও প্রসাধনী বিক্রয়ের অপরাধে ২৫,০০০/- টাকা জরিমানা।
বি এস টি আই এর রাত দিয়ে জানা যায়- মেসার্স হোম স্টপ, নজরুল এভিনিউ রানিরবাজার, আদর্শ সদর, কুমিল্লা; বিএসটিআই হতে লাইসেন্স/ছাড়পত্র গ্রহণ ব্যাতীত বিভিন্ন আমদানিকৃত খাদ্য পণ্য বিক্রয় ও বিতরণ করার অপরাধে “বিএসটিআই আইন-২০১৮” অনুযায়ী ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা) এবং মেসার্স টপ টেন মার্ট লিমিটেড,কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লাকে বিএসটিআই হতে পণ্যের মান যাচাই পূর্বক গুনগত মান সনদ/ছাড়পত্র গ্রহণ ব্যতীত শ্যাম্পু, ফেস ওয়াশ ইত্যাদি পণ্য বিক্রয়-বিতরন করার অপরাধে “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮” এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গঠন করা হলে, ২৫,০০০/-টাকা অর্থদণ্ড প্রদান করা হয় । অর্থদণ্ড করা হয়।
এ-সময় ভ্রাম্যমাণ আদালত জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহীন আক্তার শিফা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার(সিএম) এবং সার্বিক সহযোগিতা করেন উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান জনাব কে. এম হানিফ এবং জনাব আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি)।
এক প্রশ্নের জবাবে বি এস টি আই এর উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান জনাব কে. এম হানিফ বলেন,
জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।