মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর
৫ বারের সাবেক সফল এমপি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী বর্তমান বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই এ দেশে সবচেয়ে বেশি নির্যাতিত। খালেদা জিয়ার নির্যাতনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ জিয়া পরিবারকে ধ্বংস করে দিতে চেয়েছিল। আল্লাহ রক্ষা করেছেন। তারেক রহমান কোনো অন্যায় অনিয়ম দুর্নীতি না করলেও তাকে নির্যাতন করে নির্বাসিত করেছে।
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরে বুধবার রাতে কুমিল্লার মুরাদনগরে বিশাল জনসভা এবং দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়কোবাদ বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এখন দেশের মানুষের প্রত্যাশা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারবে। নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশের সব সেক্টরে সংস্কার হবে। একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে এ দেশে অন্তর্বর্তীকালীন সরকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি বলেন, তারেক রহমানসহ আমাকে অন্যায়ভাবে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়ানো হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণ হয়ে সম্পূরক চার্জশিটে আমার নাম অন্তর্ভুক্ত করেছে। শেখ হাসিনা আমাদের অন্যায়ভাবে দেশান্তরী করায় আল্লাহপাক তাকেও দেশছাড়া করেছেন। বিগত ১৫ বছরে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন করা হয়েছে। অনিয়ম দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে।
কায়কোবাদ বলেন, এখনো একটি মহল আমাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে জনগণ যে কোন চক্রান্ত রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। চক্রান্তের বিরুদ্ধে মুরাদনগরের লাখ লাখ জনতা ঐক্যবদ্ধ রয়েছেন।