মামুনুর রশীদ :
আজ বুধবার বিকেলে দাউদকান্দি প্রেস ক্লাবে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে প্রকৌশলী মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানানো হয়।
মাহমুদুর রহমান দাউদকান্দি উপজেলার কৃতী সন্তান। তার মা হাসানপুর শহীদ নজরুল কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। দাউদকান্দি উপজেলায় কর্মরত সাংবাদিকদের অনেকেই তাঁর ছাত্র ছিলেন।
মাহমুদুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের নেতিবাচক বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় তাকে নির্যাতনের শিকার হতে হয়। আমার দেশ পত্রিকার প্রকাশনাও বন্ধ করে দেওয়া হয়। মামলার পর মামলা দায়ের করার কারণে মাহমুদুর রহমান মানসিকভাবে পর্যুদস্ত হয়ে এক পর্যায়ে দেশত্যাগে বাধ্য হয়েছেন। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি দেশে ফিরে আসেন। আমার দেশ-এর প্রকাশনাও নতুনভাবে শুরু হয়।
দাউদকান্দির সাংবাদিকদের সম্মাননার জবাবে মাহমুদুর রহমান বলেন, আপনারা আজ আমাকে যেভাবে বরণ করে নিলেন এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ করলেন তার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আশা করি শিগগিরই আবার আমাদের দেখা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন।