মোশাররফ মনির:
কুমিল্লা দেবিদ্বারে রাঘবপুর প্রি ক্যাডেট স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান ও পুরস্কার বিতরণী আনুষ্ঠিত হয়েছে। গত ১১ জানুয়ারী শুক্রবার উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের রাঘবপুর প্রি ক্যাডেট স্কুলে উক্ত সনদ প্রদান ও পুরস্কার বিতরণ আনুষ্ঠিত হয়।
স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. মমিনুল ইসলামের সঞ্চালনায় ও সাবেক সভাপতি মো. মফিজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোমতি কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব মোঃ হান্নান সাহেব।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আব্দুল জলিল সরকার, মোঃ শাহীন মিয়া, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হৃদয় হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন নায়েব আলী কলেজের প্রভাষক মোঃ সোহাগ চৌধুরী, উত্তর রাঘবপুরের সমাজ সেবক ও শিক্ষানুরাগী গিয়াস উদ্দিন, নায়েব, মো. শুকুর আলী প্রমূখ।
রাঘবপুর প্রি ক্যাডেট স্কুলের পরিচালনা পরিষদ সদস্যরা হলেন, সভাপতি মো. শরিফ উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হৃদয় হাসান, ক্যাশিয়ার মো. সেলিম সরকার, কার্যকারী সদস্য মো. মফিজ উদ্দিন মাস্টার, মো. রফিকুল ইসলাম, মো. মমিনুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, মো. মোস্তফা সরকার, মো. বায়জিদ মিয়া, মো. হাছান সরকার, মো. এমদাদ, মো. আবিদুর রহমান, মো. আবুল সরকার, মো. ওসমান হাছান, মো. ইসমাইল, মো. আজাদ, মো. মনির হোসেন।
উল্লেখ্য, গোমতি কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরিক্ষা-২০২৪ এর বৃত্তি পরিক্ষায় রাঘবপুর প্রি ক্যাডেট স্কুলের ৪০জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এর মধ্যে ট্যালেন্টপুলে ৪জন এবং সাধারণ গ্রেডে ১৪জন সহ সর্বমোট ১৮ জন বৃত্তি পেয়েছে।