দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লার দেবিদ্বার উপজেলা শাখার ৭নং এলাহাবাদ ইউনিয়ন এর ১,২ ও ৪ নং ওর্য়াড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩ জানুয়ারী বিকেলে ইউনিয়নের মোহাম্মদপুর মাদ্রাসা সংলগ্ন মাঠে এ কর্মী সভাটি অনুষ্ঠিত হয়েছে।
সভায় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফখরুল ইসলাম এর সঞ্চালনায়, উপজেলা বিএনপির সদস্য মোঃ কবির সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ- সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন ও সদস্য সচিব কাজী মাসুদ, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম (ভিপি শাহীন), উপজেলা যুবদলের আহবায়ক মোঃ নুরুজ্জামান ও সদস্য সচিব রাকিব হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা যুবদলের সহ-সভাপতি আঃ হাই কাউছার ও বাতেন সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এসএম ইমরান, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান রোবেল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব সফিউল আকন্দ মানিক, শ্রমিক দলের সদস্য সচিব হাসেম মিয়াজি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, এলাহাবাদ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক নাজায়েত উল্লাহ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী হাবিব খান ও সদস্য সচিব প্রার্থী আল আমিন সরকার, ছাত্রনেতা সুমন হোসেন, মোঃ শিহাব উদ্দিন, মোঃ আশরাফুল, মোঃ সোহেল, মোঃ সোলাইমান প্রমুখ।