মোঃ তাওহিদুল ইসলাম (ফয়সাল)
২২ শে জানুয়ারি ( বুধবার) সাকালে কুমিল্লা নামে বিভাগ, ঢাকা কুমিল্লা সরাসরি রেলপথ ও বিমান বন্দর পুনরায় চালু করার দাবীতে জেলা প্রশাসক কুমিল্লার মাধ্যমে প্রধান উপদেষ্টা ড: ইউনুস বরাবর এ স্মারক লিপি প্রদান ও বিকেলে কুমিল্লা টাউন হলের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
বিকেল কুমিল্লা টাউন হলের সমনে -সচেতন রাজনৈতিক ফোরাম এর প্রধান সমন্বয়ক ড. শাহ মোঃ সেলিম এর পরিচালনা ও সভাপতিত্বে বক্তব্য রাখেন -মো: আবদুর রাজ্জাক প্রধান সমন্বয়ক বাসদ কুমিল্লা জেলা, শিক্ষাবিদ বিকাশ দেব, ঐক্য ন্যাপ এর সাধারন সম্পাদক বশির আহমেদ। উদীচী সভাপতি শেখ ফরিদ আহমেদ, এড মাহবুবুর রহমান সভাপতি উষসী পরিষদ কুমিল্লা, মো: আবুল কাসেম সভাপতি সংস্কৃতিক সংসদ ,মো: আলী কিসমত- সভাপতি কুমিল্লা বিমানবন্দর ও বাস্তবায়ন কমিটি, জসীম উদ্দিন আহমেদ -সাংস্কৃতিক সংগঠক,বীর মুক্তি যোদ্ধা মো: ফরিদ উদ্দিন, আবু বকর সিদ্দিক ভূইয়া -সিনিয়র উপদেষ্টা কুমিল্লা বিমানবন্দর ও বাস্তবায়ন কমিটি,অধ্যাপক মো: রুহুল আমীন মজুমদার ,খন্দকার হুমায়ুন কবির, খায়রুল আনাম রায়হান -সংগঠক চারণ সাংস্কৃতিক কেন্দ্র, মো: আজাদ সরকার লিটন -সভাপতি নওয়াব ফয়জুন্নেছা ফাউন্ডেশন, সাবেক ছাত্র নেতা বোরহান উদ্দিন ভূইয়া, যুব ইউনিয়ন এর সাধারণ সম্পাদক জোনায়েদ রায়হান, ভিক্টোরিয়া কলেজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল খান,আনম মাসুম বিল্লাহ, কচিকাচা মেলা সংগঠক মেহেদী হাসান, ছাত্র ফ্রন্টের সভাপতি জাহাঙ্গীর হোসেন, মানবাধিকার নেতা আবদুল হান্নান, এড. রাসেল রাফি, সৈয়দ সোহেল, ফখরুল ইসলাম, মো: সোহেল,নারী নেত্রী সেলিনা বেগম, সেলিম খান, মাহাবুব মজুমদার, বোরহান, সালেহা সালু,গৌরী দে, ইন্জিনিয়ার মোর্শেদ আলম, মোহাম্মদ সোহেল,সরকার ফারুক, খন্দকার হুমায়ুন,জেসমিন জেসি সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বক্তব্য দিতে গিয়ে বলেন, এই অন্তর্বর্তী সরকারকে সময়েই কুমিল্লা নামে বিভাগ, ঢাকা কুমিল্লা সরাসরি রেলপথ ও বিমান বন্দর চালুর দাবি জানান। বক্তারা বলেন দীর্ঘ দিন যাবৎ এই কুমিল্লা বঞ্চিত। শিক্ষা, সংস্কৃতি, বিশ্ববিদ্যালয়, প্রবাসী আয়, ইপিজেড সহ প্রথম ব্যাংকের শহর কুমিল্লা। আগের চেয়ে বর্তমানে জনসংখ্যা ও পরিধি বেড়েছে। সব কিছু মিলিয়ে দেশের পূর্ব দক্ষিনাঞ্চলের বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রান কেন্দ্র কুমিল্লা । এক সময়ে ভারত বর্ষের ত্রিপুরার রাজধানী ছিল এই কুমিল্লা। এ অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবী কুমিল্লার নামে বিভাগ, ঢাকা- কুমিল্লা সরাসরি রেলপথ এবং বিমান বন্দর পুনরায় চালু করা। নানা রাজনৈতিক মেরুকরণ ও বিগত সরকার গুলোর উদাসীনতার কারনে আমরা তা থেকে বঞ্চিত হচ্ছি। ইতিমধ্যে বরিশাল, ময়মনসিংহ, সিলেট বিভাগ ঘোষণা হলেও কুমিল্লা হয় নাই।” সচেতন রাজনৈতিক ফোরাম”, কুমিল্লা’, ২০২২ সালে কুমিল্লার মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠন সহ বুদ্ধিজীবি সমন্বয়ে গঠিত হওয়ার পর থেকে কুমিল্লার সমসাময়িক দাবী আদায় সহ বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনের সাথে সোচ্চার থেকে কর্মসূচী অব্যাহত আছে। আমরা চাই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে এই দাবী সমূহ বাস্তবায়ন করে এই জনপদের মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্খা করলে তা সরাসরি জনগনের প্রাপ্তি হিসাবে গণ্য হবে।