মনির মোশাররফ :
দেবিদ্বারে টি-১৬ ফ্রিজ-টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ উদ্ভোধন অনুষ্টিত হয়েছে।
রোববার (৫ জানুয়ারী) সকাল ১১টায় দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ওই টি-১৬ ফ্রিজ-টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট’র শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা।
উদ্ভোধনী সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, স্বাস্থ্য সুরক্ষা ও মনন বিকাশে খেলাধূলার বিকল্প নেই, যুব- তরুণদের মাদক, সন্ত্রাস ইভটিজিং থেকে বিরত এবং অলস সময় কাজে লাগাতে খেলাধূলার প্রতি আগ্রহ বাড়াতে হবে।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও দেবিদ্বার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ভিপি মো. ময়নাল হোসেন’ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, বিশিষ্ট ব্যবসায়ি মো. আবুল কাসেম, মো. জসীম উদ্দিন, মো. মফিজুল ইসলাম।
খেলা পরিচালনায় ছিলেন, মো. মনিরুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. জাভেদ, মো. মালু মিয়া, আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম। উক্ত টুর্নামেন্টে দেবিদ্বার ও মুরাদনগর উপজেলার মোট ১৬টি দল অংশগ্রহন করবে।
উদ্ভোধনী খেলায় মুরাদনগর উপজেলার ত্রিশ বাগানবাড়ি ক্রিকেট একাদশ বনাম জাহাপুর একাদশ টিম অংশ গ্রহন করেন। উক্ত খেলায় ত্রিশ বাগানবাড়ি ক্রিকেট একাদশ ৫ উইকেটে জাহাপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।