মোঃমাঈনুদ্দিন বাহাদুরঃ
কবি
( মোহাম্মদ আলী শান্ত )
কুমিল্লা জেলার মুরাদনগর থানার, ভূবনঘর গ্রামে জন্ম গ্রহন করেন ।
মোহাম্মদ আলী শান্ত তিনি ছোট বেলা থেকে,গল্প,কবিতা,উপন্যাস পছন্দ করতেন,এবং নিজেও লিখতেন । এছাড়াও কবি মোহাম্মদ আলী শান্তর লেখা দুইটি উপন্যাস বই,বাজারে আছে
১। বর্তমান হেরে গেছে, অতীতের কাছে
২। ভালবাসা মানে দুইটি মনের যন্ত্রনা
একটি কবিতার বই
নাম হলো
( বাংলাদেশ তুমি )
একুশে বই মেলায় প্রকাশ হয়।এছারাও সাহিত্যে একাধিক বিশেষ সম্মামনা পেয়েছেন । বিভিন্ন অনুষ্ঠানে, একাধিক পুরস্কার পেয়েছেন । এছারা মোহাম্মদ আলী শান্ত একজন অভিনয় শিল্পী, এই কবির সফলতা কামনা করি