মুরাদনগর উপজেলা প্রতিনিধি :
*জরিমানা আদায় করা হয় ১৬ লাখ ৬৬ হাজার।
* ড্রেজারের পাইপ বিনষ্ট করা হয়েছে ৯০ হাজার ফুট।
* ট্রলি ট্রাক্টর ও ভেকু জব্দ করা হয় ৬০ টি।
বিল্লাল হোসাইন মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন যোগদানের পর ৩ মাসে কৃষি জমি রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছেন । ড্রেজিংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান দেখে হাসি ফুটেছে উপজেলার কৃষকদের মুখে।
উপজেলার ভূমি অফিসের সূত্রে জানা যায়, ৩ মাস পূর্বে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মুরাদনগরে যোগদান করেন সাকিব হাসান খাঁন। তিনি যোগদান করেই কৃষিজমি রক্ষায় ড্রেজার মেশিন ও মাটিকাটা ভেকুর বিরুদ্ধে জোড়ালো অভিযান পরিচালনা করেন । কৃষিজমি রক্ষায় বিভিন্ন সময় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান করে গত তিন মাসে ড্রেজার অপসারণ করেছেন ১১০ টি, ড্রেজারের পাইপ বিনষ্ট করেন ৯০ হাজার ফুট।
এছাড়াও তিনি ফসলী জমি থেকে মাটি কাটার অপরাধে ট্রলি ট্রাক্টর ও ভেকু জব্দ করেছে প্রায় ৬০ টি। অবৈধ ড্রেজার, ভেকু ও ট্রাক্টর ব্যবসায়ীকে জরিমানা করেছেন ১৬ লাখ ৬৬ হাজার ১ শত টাকা। কৃষিজমি রক্ষায় দিন রাত অভিযান পরিচালনা করে কৃষক ও সাধারন মানুষের প্রশংসা কুড়িয়েছেন এ কর্মকর্তা। এসিল্যান্ড সাকিব হাসান খান মুরাদনগর উপজেলায় ভূমি দস্যুদের কাছে এক আতংকের নাম।
পূর্বধৈইর ইউনিয়নের কৃষক কাদের মিয়া ও মকবুল হোসেন বলেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবত ফসলি জমির উর্বর মাটি কেটে নিয়ে যাচ্ছিল ভূমিদস্যুরা। কিছুতেই ওদের থামানো যাচ্ছিলনা। বর্তমান এসিল্যান্ড স্যারের অভিযানের পর মাটি কাটাো বন্ধ হয়।
যাত্রাপুর ইউনিয়নের কৃষক করিম মিয়া, ও শামীম আহমেদ বলেন, নামমাত্র দামে ফসলি জমি বিক্র করার জন্য আমাদের চাপ প্রয়োগ করেন মাটি ব্যাবসায়ী নয়ন ও তার সাঙ্গরা। এমতাবস্থায় উপজেলা ভূমি অফিসে আমি অভিযোগ করি। অভিযোগ আমলে নিয়ে স্যার সাথে সাথে অভিযান পরিচালনা করে ড্রেজারটি অপসারণ করেন।
দারেরা ইউনিয়নের কৃষক আনোয়ার বলেন, মুরাদনগরে এর আগে অনেক এসিল্যান্ড দেখেছি কিন্তু উনার মত সাহসী অফিসার দেখিনি। স্যারকে অভিযোগ দিলে তিনি বিষয়টি আমলে নেন এবং ড্রেজিং বন্ধে অভিযান করেন।
এবিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন বলেন, অবৈধ ড্রেজিং ও ভেকু দিয়ে মাটি কাটার বিরুদ্ধে সাড়াশি অভিযান ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। কৃষিজমি রক্ষা করা আমার দায়িত্ব। এব্যাপারে কারো সাথে আপোষ নয়।