দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ২০২৪ইং অর্থবছরে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি (উফশী ও হাইব্রিড) প্রনোদনা বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৭ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে এ প্রনোদনা বিতরণ শুভ উদ্বোধন করেন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায় এবং উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তারা।
সবজি (উফশী) প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ১৫০০ জন কৃষকের মধ্যে প্রতি জন ১০ প্রকারের সবজি, ২০ প্যাকেটে মোট ১২৩০ গ্রাম বীজ প্রদান করা হবে। সবজি (উফশী) সমূহ হলো: বেগুন, টমেটো, ক্ষেত লাউ, বারোমাসি মিষ্টি কুমড়া, কলমি শাক, লাল শাক, সিম, পালং শাক ইত্যাদি।
তাছাড়া, সবজি (হাইব্রিড) কর্মসূচীর আওতায় উপজেলার ৩৫০০ কৃষকের মধ্যে প্রতি জন ৮ প্রকারের সবজির ৪০ গ্রাম সবজির হাইব্রিড বীজ, ১০০০ টাকা, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। হাইব্রিড কর্মসূচীর আওতায় সবজি সমূহ হলো: লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, ফুলকপি, বাধাকপি, ব্রোকলি, মরিচ ও টমেটো।